হাদিকে উৎসর্গ করে ‘বাংলাদেশ রেবেলস’র দুই গান 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:৩৩ পিএম
হাদিকে উৎসর্গ করে ‘বাংলাদেশ রেবেলস’র দুই গান 

গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন ওসমান হাদি। এবার তাকে উৎসর্গ করে দুটি গান করেছে ‘বাংলাদেশ রেবেলস’। গান দুটির শিরোনাম ‘এ কোন লাশ যায় না চেনা’ ও ‘আমি হুংকার দিয়ে আসব’। 

ব্যান্ডটির ভোকাল মালিহা তাবাস্মুম খেয়া বলেন, হাদি ছিলেন নিখুঁত দেশপ্রেমিক। আমাদের ব্যান্ডের গানগুলো তিনি সব সময় পছন্দ করতেন। ঢাকায় আমাদের শো মানেই হাদি ভাই উপস্থিত! এই দুটি গান তিনি সব সময় গাইবার জন্য বলতেন। সেই কারণে তার পছন্দের গান দুটি আমরা তাকেই উৎসর্গ করলাম। এখন থেকে আমাদের ব্যান্ড প্রতিটি শোতে গান দুটি পরিবেশন করবে এবং হাদি ভাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে মাথায় গুলি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। 

পরে ১৫ ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। 

এরপর শুক্রবার তার মরদেহ ঢাকায় আনা হয় ও শনিবার বাদ জোহর জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!