• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২, ৩০ জমাদিউস সানি ১৪৪৭

বাবাকে নয় ,মাকে উৎসর্গ করতে চাই জীবনের প্রথম পুরস্কার: আরিয়ান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৮:৩৬ পিএম
বাবাকে নয় ,মাকে উৎসর্গ করতে চাই জীবনের প্রথম পুরস্কার: আরিয়ান

রুপালি পর্দার ছায়া পেরিয়ে নিজের আলোয় দাঁড়ানোর গল্পটা সহজ নয়, আর আরিয়ান খানের ক্ষেত্রে তো নয়ই। বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে হয়েও অভিনয়ের ঝলমলে রাস্তা এড়িয়ে তিনি বেছে নিয়েছেন নির্মাতার নীরব-শক্ত পথ। চলতি বছরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তার পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে এনে দেয় বছরের সেরা পরিচালকের সম্মান। ক্যারিয়ারের এই প্রথম স্বীকৃতি হাতে নিয়ে আবেগে ভাসলেন আরিয়ান। কিন্তু দর্শক মনে প্রশ্ন একটাই, এই ঐতিহাসিক পুরস্কারটি কাকে উৎসর্গ করলেন নবাগত এই নির্মাতা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি আরিয়ানের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই জীবনের প্রথম অ্যাওয়ার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আরিয়ানকে। মঞ্চে বাবার কথা তুলে ধরলেও পুরস্কারপ্রাপ্তির পর তা মা গৌরী খানকেই উৎসর্গ করলেন আরিয়ান।

এ বিষয়ে আরিয়ান বলেন, ‘আমিও আমার বাবার মতোই অ্যাওয়ার্ড পেতে খুব ভালোবাসি। তবে আমার জীবনের প্রথম পুরস্কারটা আমার বাবাকে নয়, বরং আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। কারণ আমার মা আমাকে ছোট থেকে বলত, তাড়াতাড়ি শুয়ে পড়। কাউকে কখনো খারাপ কথা বলা বা গালিগালাজ করা থেকে বিরত থাকো।

আর আজ এসবই নিজের প্রথম ছবিতে প্রয়োগ করতে পেরে আমি জীবনের প্রথম পরিচালনার জন্য প্রথম পুরস্কার পাচ্ছি। আশা করি আজ বাড়ি গিয়ে একটু কম বকুনি খাবো। আরিয়ানের এই কথা শুনে দর্শক আসনে বসে থাকা প্রত্যেকে হেসে ওঠেন।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছিল আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। যা স্ট্রিমিং শুরুর পরই ব্যাপক জনপ্রিয়তা পায়। মুক্তির মাত্র ২ সপ্তাহেই গোটা বিশ্বে হিন্দি শো হিসেবে পাঁচ নম্বরে উঠে আসে ‘ব্যাডস অব বলিউড’। এ ছাড়া ১৪টি দেশে ট্রেন্ডিং হওয়ার পাশাপাশি ৯টি দেশের সব সিরিজকে পেছনে ফেলে দিয়েছিল এই সিরিজ।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!