ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিং দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। নতুন অতিথির আগমনে আনন্দের জোয়ার বইলেও প্রসবের আগের মুহূর্তগুলো যে তার জন্য কতটা আতঙ্কের ছিল, তা সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি।
ভিডিওতে ভারতী জানান, সন্তান জন্মের ঠিক আগের অভিজ্ঞতা ছিল ভীষণ ভয়ের ও আবেগে ভরা। এ নিয়ে আগে গুঞ্জন শোনা গেলেও তিনি পরিষ্কার করে বলেন, কোনো শ্যুটিং সেটে নয়—নিজের বাড়িতেই হঠাৎ সেই পরিস্থিতির মুখোমুখি হন তিনি।
সেই ভোরের ঘটনা স্মরণ করে ভারতী বলেন, “ভোর প্রায় ৬টা। হঠাৎ বুঝতে পারলাম আমার পোশাক ভিজে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বিছানার চাদরও ভিজে গেল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, শরীর কাঁপছিল। তখনই ডাক্তারকে ফোন করি। তিনি জানান, আমার ওয়াটার ব্রেক হয়েছে এবং দেরি না করে হাসপাতালে যেতে হবে।”
ভারতীর ভাষ্য অনুযায়ী, আগের রাত থেকেই তার শরীর ভালো লাগছিল না। তবে কী ঘটতে যাচ্ছে, সে বিষয়ে কোনো ধারণাই ছিল না। সেই একাকীত্ব আর অজানা ভয় তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। তিনি বলেন, “আমি এতটাই আতঙ্কিত ছিলাম যে ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে সবার কাছে দোয়া চেয়েছিলাম।”
হাসপাতালে যাওয়ার সময় ভারতীর পাশে ছিলেন তার স্বামী হর্ষ লিম্বাচিয়া ও তাদের বড় ছেলে লক্ষ্য। হর্ষ জানান, প্রথম সন্তানের সময় ভারতীকে দীর্ঘ সময় প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। তবে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে চিকিৎসকদের সিদ্ধান্তে সিজারিয়ান পদ্ধতিতে সন্তান জন্ম দেন ভারতী।
বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।




































