ওপার বাংলার ধারাবাহিক থেকে বড় পর্দা—সব জায়গাতেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। একের পর এক ভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি যেমন দর্শকদের চমকে দিচ্ছেন, তেমনই ব্যস্ত সময়ের মধ্যেও নীরবে শেষ করে ফেলেছেন নতুন ওয়েব সিরিজ ও সিনেমার শুটিং। ঠিক সেই ব্যস্ততার মাঝেই এলো নতুন খবর—অতিপ্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বিরেতে’ খুব শিগগিরই মুক্তি পাচ্ছে।
গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্তর সঙ্গে স্বস্তিকা এবার উঠে আসছেন এক রহস্যময় প্রেমকাহিনির গল্পে, যেখানে সম্পর্ক, দ্বন্দ্ব আর অন্ধকারের রহস্য জড়িয়ে থাকবে পুরো প্লটজুড়ে। ভারতীয় গণমাধ্যমে ইতোমধ্যেই আলোচনায় পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের এই নতুন সিরিজ।
সিরিজের নাম নিয়েই যখন স্বস্তিকাকে প্রশ্ন করা হয়—রাতবিরেতে তিনি কাকে খুঁজতে চান? তখন অভিনেত্রী হেসে উত্তর দেন, “ঘুম খুঁজব! বহুদিন ঘুমকে অনেক খুঁজতে হয়েছে, এখন আর খুঁজতে চাই না।”
ব্যস্ত শিডিউল থাকলেও অনিয়মিত জীবন তিনি পছন্দ করেন না। তাই যথেষ্ট ঘুম আর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই তাঁর প্রথম প্রাধান্য।
তবে সিরিজের নামেই যেহেতু প্রেমের ইঙ্গিত, তাই স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন উঠল—শীতের শুরুতে কি নতুন প্রেমের হাওয়া লাগছে? অভিনেত্রী আগেই হাসিমুখে জানিয়ে দেন,
“খুব প্রেম করতে ইচ্ছা করছে… কিন্তু আর নয়! প্রেমে পড়লে কাজে মনোযোগ থাকবে না।”
নতুন সিরিজের চরিত্র নিয়ে বেশ সন্তুষ্ট স্বস্তিকা। তার কথায়, ভালো চরিত্র দেখলেই তাঁর লোভ জাগে। গৌরব ও অনিন্দ্যের সঙ্গে কাজ করার ইচ্ছে দীর্ঘদিনের, অবশেষে পূরণ হয়েছে। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ চরিত্রে যেমন দর্শক তাঁকে মন ভরে ভালোবাসছেন, নতুন সিরিজেও তাঁর অভিনয় দর্শকদের মন জয় করবে—এমনটাই বিশ্বাস করেন তিনি।



































