পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেও ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কোরিওগ্রাফার-অভিনেত্রী ধনশ্রী ভার্মার সম্পর্ক এখনো আলোচনার কেন্দ্রে। এবার এক রিয়েলিটি শোতে হাজির হয়ে বিয়ের শুরুতেই সম্পর্কে ফাটলের ইঙ্গিত দিলেন ধনশ্রী।
আশনীর গ্রোভার সঞ্চালিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর একটি ভাইরাল ক্লিপে ধনশ্রী বলেন, বিয়ের দ্বিতীয় মাসেই প্রতারণা ধরা পড়েছিল। প্রথম বছরেই বুঝে গিয়েছিলাম, এই সম্পর্ক টিকবে না। সহ-অংশগ্রহণকারী অভিনেত্রী কুব্বরা সাইত এ মন্তব্যে চমকে উঠলে ধনশ্রী হেসে আবারও বিষয়টি নিশ্চিত করেন— ক্রেজি, ব্রো!
এদিকে, চাহালও এর আগেই এক ইউটিউব পডকাস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। তিনি বলেন, ডিভোর্সের পর সবাই ভাবল, আমি প্রতারণা করেছি। কিন্তু আমি কখনোই কাউকে ঠকাইনি। আমি বরং ভীষণ অনুগত একজন মানুষ। আমার দুই বোন আছে, আমি জানি নারীদের সম্মান করতে হয়।
চাহাল ও ধনশ্রীর বিয়ে হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে, গুরগাঁওয়ে। করোনা মহামারির সময় ধনশ্রীর কাছ থেকে নাচ শিখতে গিয়ে তাঁদের পরিচয় হয়। সম্পর্ক গাঢ় হয় দ্রুত, এবং অল্প সময়েই বিয়ে।
কিন্তু সবকিছু শেষ হয়ে যায় ২০২২ সালের মাঝামাঝি। তারা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দিল্লির পারিবারিক আদালতে যৌথভাবে ডিভোর্স আবেদন করেন, এবং মার্চে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।
আগস্টে ‘হিউম্যানস অব বোম্বে’ পডকাস্টে ধনশ্রী প্রথমবার প্রকাশ্যে ডিভোর্স নিয়ে কথা বলেন। তিনি জানান, রায়ের দিন আদালতে নিজেকে আর ধরে রাখতে পারেননি—প্রকাশ্যেই কেঁদে ফেলেছিলেন।
চাহালের সঙ্গে বিচ্ছেদের পর ধনশ্রীকে দেখা যায় দুবাইয়ে, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে, আরজে মহভাশের সঙ্গে। তখন থেকেই তাদের নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও মহভাশ স্পষ্ট করে বলেছেন, আমরা কেবল ভালো বন্ধু।
যদিও আইনত বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে, তবে চাহাল ও ধনশ্রীর দাম্পত্য জীবনের রেশ এখনো থামেনি। দুই পক্ষই পরোক্ষভাবে নিজের অবস্থান স্পষ্ট করছেন মিডিয়া ও সামাজিক মাধ্যমে। এই ব্যক্তিগত অধ্যায় এখন পরিণত হয়েছে পাবলিক আলোচনার বিষয়ে।