• ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৬

শিগগিরই আসছে শাকিবের ‘সোলজার’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১০:০৪ এএম
শিগগিরই আসছে শাকিবের ‘সোলজার’
শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান শিগগিরই দর্শকের সামনে হাজির হচ্ছেন নতুন ছবি নিয়ে। মাস কয়েক আগে ঘোষণা দেওয়া হয়েছিল আবু হায়াত মাহমুদ পরিচালিত তার অভিনীত সিনেমা ‘প্রিন্স’ আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে। তবে এর আগেই আসছে আরেকটি নতুন চমক—পরিচালক সাকিব ফাহাদের সিনেমা ‘সোলজার’, যা চলতি বছরের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সফল ছবি ‘তাণ্ডব’-এর পর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নতুন সিনেমা নিয়ে কথা বলেন। তার ভাষায়, ‘ধুমধাম ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে। এবার একটু ভিন্ন ধরনের গল্পভিত্তিক সিনেমা আনতে চাই। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং কাজও এগোচ্ছে। পরের সিনেমা হচ্ছে সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’, যা এই ডিসেম্বরে মুক্তির পরিকল্পনায় আছে। এরপর আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ মুক্তি পাবে ঈদুল ফিতরে।’

শাকিব খান আরও বলেন, ‘আরও কয়েকটি সিনেমার গল্পের কাজ চলছে। সবকিছু চূড়ান্ত হলে তা জানাতে পারব। প্রতিটি সিনেমার গল্প ও সবকিছু ভিন্ন ধরনের, আর তা ছাড়া কিছু চমকপ্রদ খবরও রয়েছে, যা ধীরে ধীরে সবাই জানতে পারবেন।’

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!