জনপ্রিয় বলিউড নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। অভিনয় আর নৃত্য শৈলী দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নিজের রূপ আর আকর্ষণীয় শারীরিক সৌন্দর্যের জন্য গর্ব করেন এই অভিনেত্রী।
বলিউডের এই আইটেম সং কুইন আবারও নতুন রূপে চমকে দিলেন দর্শকদের। এবার তাকে দেখা গেল আন্তর্জাতিক ফিউশন গান ‘Oh Mama Tetema’-তে। গত ৯ আগস্ট ইউটিউবে প্রকাশ পেয়েছে এই মিউজিক ভিডিওটি, যা এরই মধ্যে আলোচনার কেন্দ্রে।
গানটি মূলত টাঞ্জানিয়ান জনপ্রিয় শিল্পী রায়ভ্যান্নি-এর ২০১৯ সালের ভাইরাল হিট ‘Tetema’-র আধুনিক রিমিক্স ও পুনঃউপস্থাপন। নতুন সংস্করণে যুক্ত হয়েছেন বলিউডের গায়িকা শ্রেয়া ঘোষাল, সংগীত পরিচালক বিশাল মিশ্র এবং নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি।
গানটি তিনটি ভাষা— হিন্দি, ইংরেজি ও সাওহিলির মিশ্রণে তৈরি হয়েছে এবং এতে রয়েছে আফরো-বংগো বিটের সঙ্গে বলিউডি ফ্লেয়ার।
নোরা ফাতেহি এই মিউজিক ভিডিওতে শুধু পারফর্মই করেননি, গানটির লেখাতেও অবদান রেখেছেন।
এ প্রসঙ্গে নোরা ফাতেহি বলেন, “আমি চেয়েছি এমন কিছু করতে, যা ভারতীয় সংগীত ও আফ্রিকান বিটের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে।”
নোরা ও রেইভ্যানির কোরিওগ্রাফি-ভিত্তিক পারফরম্যান্স, রঙিন ভিজ্যুয়ালস এবং হাই-এনার্জি মিউজিক এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন The Plugz Europe এবং এটি প্রযোজনা করেছে T-Series।
এই গানে শ্রেয়া ঘোষালের অংশগ্রহণও ছিল বিশেষ আকর্ষণ। তার মেলোডিক টোন গানটিকে এক অন্য মাত্রা দিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সংগীত মঞ্চে বাংলা সংগীতশিল্পীদের অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন অনেক সংগীতবোদ্ধা।
‘Oh Mama Tetema’ এখন শুধু একটি গান নয়, বরং আন্তর্জাতিক সংস্কৃতির মেলবন্ধনের একটি দুর্দান্ত উদাহরণ হয়ে উঠেছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    

































