• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০২:১৬ পিএম
চলে গেলেন জনপ্রিয় অভিনেতা 
মাইকেল ম্যাডসেন।

‘কিল বিল’ খ্যাত অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মালিবুর বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

অভিনেতার বোন ভার্জিনিয়া ভ্যারাইটিকে একটি বিবৃতি পাঠিয়েছেন। তিনি বলেন, “আমার ভাই মাইকেল মঞ্চ ছেড়ে চলে গেছেন। সে ছিল বজ্র এবং মখমলের মতো। দুষ্টুমি কোমলতায় মোড়ানো। একজন কবি, একজন বাবা, একজন ছেলে, একজন ভাই। আমি তার জোকস, হাসির শব্দ মিস করব। আমি সেই ছেলেটিকে মিস করব; যে কিংবদন্তি ছিল, আমি আমার বড় ভাইকে মিস করব।”

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ১৯৫৭ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মাইকেল ম্যাডসেন। মঞ্চনাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার গেম’ সিনেমা বড় পর্দায় অভিষেক তার। ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন সেই সিনেমায়।

১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার ঘরানার ‘রিজার্ভার ডগস’ সিনেমায় সাইকোপ্যাথ খুনি মিস্টার ব্লন্ড চরিত্রে দর্শকদের নজর কাড়েন মাইকেল ম্যাডসেন। ‘কিল বিল’ সিনেমায় খলনায়কের ছোট ভাই বাড চরিত্র রূপায়ণ করে দর্শক মনে এখনো গেঁথে আছেন মাইকেল।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’, ‘দ্য ন্যাচারাল’, ‘দ্য ডোরস’, বন্ড সিরিজের ‘ডাই অ্যানাদার ডে’, ‘সিন সিটি’, ‘ব্যাটম্যান: ডাইয়িং ইজ ইজি’ প্রভৃতি।

Link copied!