মাদককাণ্ডে গ্রেপ্তার হন বলিউড অভিনেতা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। ছেলের জামিনের জন্য চেষ্টার কমতি রাখছেন না তিনি। নামকরা উকিল নিয়োগ করেছেন।
এদিকে গ্রেপ্তারের পর ছেলের সঙ্গে মাত্র দুই মিনিট কথা হয়েছে শাহরুখ খানের। কথা বলার সময় বাবার সামনে আরিয়ান কেঁদে ফেলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গণমাধ্যমটি জানিয়েছে, টেলিফোনে স্বল্প সময়ে তাদের এই কথোপকথনটি হয়। তবে দিনের কোন সময়ে এটি হয়েছে, তা জানায়নি গণমাধ্যমটি।
ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সূত্রে খবর, কর্মকর্তারা তাকে জেরা করার সময়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন ২৩ বছরের তারকা-সন্তান। জেরার সময়ে আরিয়ান জানিয়েছেন, চার বছর ধরে তিনি মাদক নিচ্ছেন। আপাতত এনসিবির হেফাজতে রয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শাহরুখের ছেলেকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি ও ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরির টার্মিনালে।
গ্রেপ্তারের আগে তার জবানবন্দিও ধারণ করেছে ভারতীয় পুলিশ। সেখানে অনুশোচনা প্রকাশ করে আরিয়ান খান বলেন, ‘মাদক নিয়ে ভুল করেছি।”
এনসিবি সূত্রে খবর, শাহরুখপুত্রের সরঞ্জাম থেকেও মাদক উদ্ধার হয়েছে। তার লেন্স রাখার বাক্সে নেশাদ্রব্য পাওয়া গেছে। সেই পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যেও লুকিয়ে রাখা হয়েছিল মাদক। আটকের আগে আরিয়ান চরস খেয়েছিলেন।
এর আগে মুম্বাইয়ের বিলাসবহুল ক্রুজে পার্টি করার সময় মাদকসহ নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তাদের হাতে ধরা পড়েন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।