করোনার এই বিপর্যস্ত সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে ভারতীয়দের অন্তরে জায়গা করে নিয়েছেন অভিনেতা সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, অক্সিজেন সরবারহ এবং ওষুধের সাহায্যে সবসময় সকলের পাশে থাকছেন তিনি।
এমনও হয়েছে যে, সোনুর সঙ্গে দেখা করতে হায়দারাবাদ থেকে খালি পায়ে হেঁটে মুম্বাই চলে এসেছেন এক ভক্ত। এবার আরেক ভক্ত ৫০ হাজার বর্গফুটের প্রতিকৃতি তৈরি করেছেন।
রোববার সোনু তার ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, কয়েকজন যুবক সবুজ মাঠের মধ্যে তার প্রতিকৃতি তৈরি করছেন। এরপর ড্রোন শটের মাধ্যমে উপর থেকে দেখানো হয় অতিকায় পোট্রেটটি।
সোনু জানান, এই প্রতিকৃতি তৈরির মূল কারিগর মহারাষ্ট্রের বিপুল মিরাজকর। তিনি কয়েকজন সহযোগিকে নিয়ে টানা ২০ দিন সময় ব্যয় করে এই বিশাল চিত্রকর্ম তৈরি করেছেন। এমন অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত অভিনেতা।
তিনি বলেন, “আমি মুগ্ধ এবং চিত্রকর্মটি আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি কখনোই ভাবিনি, এমন কিছু সম্ভব হতে পারে। বিপুল এবং তার সহযোগীদের কেবল ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই না। এটা আসলেই বিশাল কাজ।”
ভিডিও দেখুন—