• ঢাকা
  • সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে পরীমণি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০২:৪৮ পিএম
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে পরীমণি

অভিনয়ের পাশাপাশি মানবসেবার সম্পৃক্ত চিত্রনায়িকা পরীমণি। বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার পাঁচ শ সুবিধাবঞ্চিত শিশুর পাশে দাঁড়ালেন এই ঢালিউড সুন্দরী। ‘হোপ ফাউন্ডেশন ফর উমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। 

গণমাধ্যমকে পরীমণি বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর মধ্যেই অন্যরকম এক আনন্দ আছে। আমি সেই আনন্দ থেকে বঞ্চিত হতে চাই না। এখন করোনাকাল চলছে, এই সময়ে অসহায়, ছিন্নমূল শিশুদের জন্য কিছু করার ইচ্ছা ছিল অনেক দিনের। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো। সামানেও আমি মানবসেবায় নিজেকে বিলিয়ে দেবো।”

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সানজিদা রশিদ বলেন, “আমাদের ‘হোপ ফাউন্ডেশন ফর উমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ’ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির মাধ্যমে দেশের বিভিন্ন সময়, বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়েছি। সেই ধারাবাহিকতায় বজায় রেখে এবার ৫০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মাধ্যমে প্রতিষ্ঠানের মাধ্যমে হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের সবার প্রিয় এবং জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। পরীমণি আমাদের জানিয়েছেন ভবিষ্যতেও তার এমন ভালোবাসা আমাদের পাশে থাকবে।”

এদিকে পরীমণির হাতে এখন বেশকিছু সিনেমা আছে। আগামী ১০ আগস্ট থেকে তিনি ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য ‘প্রীতিলতা’ সিনেমা শেষ ধাপের শুটিংয়ে অংশ নেবেন। এটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। 

Link copied!