• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ববিতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৭, ২০২২, ০৮:৩৪ পিএম
সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ববিতা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঢালিউডের সাদা-কালো যুগের রুপালি পর্দার মিষ্টি নায়িকা ববিতা। গুণী এই অভিনেত্রী একটা সময় বলেছিলেন তিনি নতুন সিনেমা বানাবেন। তবে তিনি তার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন। করোনা পরবর্তী সময়ে সিনেমা ইন্ডাস্ট্রির দুর্দশা দেখে পরিচালনায় আসার ইচ্ছা থেকে সরে দাঁড়িয়েছেন ববিতা।

ববিতা বলেন, “ভেবেছিলাম একটি সিনেমা হলেও নির্মাণ করব। কিন্তু করোনার কারণে চলচ্চিত্রে বলা যায় একটা বিপর্যয়ই নেমে এসেছে। কিন্তু সার্বিক বিবেচনায় মনে হচ্ছে, চলচ্চিত্র এখনও আগের মতো ঘুরে দাঁড়াতে পারেনি। তাই আমিও আমার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালাম।”

তবে তিনি সিনেমা নির্মাণ না করলেও এই দুঃসময়ে যারা সাহস নিয়ে ছবি নির্মাণ করছেন, তাদেরকে শুভ কামনা জানিয়েছেন। দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে বাংলা সিনেমা দেখার আহ্বানও জানিয়েছেন তিনি।

২০১৫ সালে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় শেষবারের মতো অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। তাকে নতুন কোনো সিনেমায় দর্শকরা অভিনয় করতে দেখতে পাবেন কিনা সেই বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।

Link copied!