• ঢাকা
  • সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

সালমান শাহের গান নতুনভাবে আনছেন পড়শী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০১:৩৪ পিএম
সালমান শাহের গান নতুনভাবে আনছেন পড়শী

সালমান শাহ অভিনীত সিনেমার একটি জনপ্রিয় গান ‘সাথী তুমি আমার জীবনে’। গানটি ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমায় ব্যবহৃত হয়েছিল। এবার এই গানটি নতুনভাবে আনছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। সোমবার (৬ সেপ্টেম্বর) সালমান শাহের ২৫তম মৃত্যুবার্ষিকীতে গানটি প্রকাশ পাবে।

গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। তিনি জানান, গানের সুর ও আবেদন আগের মতো রেখে নতুনভাবে কাজটি করেছেন।

‘সাথী তুমি আমার জীবনে’র মূল কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। এর সংগীত পরিচালনা ও কথা আহমেদ ইমতিয়াজ বুলবুলের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, আজ (৪ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় এর ভিডিও ধারণ চলছে।

গানটি প্রসঙ্গে পড়শী বলেন, ‌“আমি সালমান শাহের ভক্ত। যখন থেকে তাকে জানতে শিখেছি, তার সিনেমা দেখেছি, তখন থেকেই আমি ভক্ত। এর আগে একবার মৃত্যুবার্ষিকীতে একটি টিভি লাইভে তার ছবির গান গেয়েছিলাম। এবার রেকর্ডিং করলাম। খুবই ভালো লাগছে। আজ আমরা এর ভিডিও শুট করছি।”

গানের ভিডিওতে শুধু পড়শীই থাকবেন। এটি পরিচালনা করছেন চন্দন রায় চৌধুরী। গানটি আগামী ৬ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ব্যানারে ইউটিউবে অবমুক্ত হবে।

Link copied!