• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

সমালোচনার জবাব দিলেন পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ১২:৪৫ পিএম
সমালোচনার জবাব দিলেন পরীমনি

পরীমনির উন্মাতাল জন্মদিন উদযাপন নিয়ে বিতর্ক থামছে না। নেটিজেনরা তার সমালোচনায় মুখর। জন্মদিনের পার্টিতে তার পোশাক নিয়েই সমালোচনা হচ্ছে। এত দিন এসব সমালোচনার জবাব দেননি তিনি। তবে এবার মুখ খুললেন।

ফেসবুকে পরীমনি লিখেছেন, “এই যে আমি ‘গুণিন’-এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারা দিন বাচ্চাদের নিয়ে হই-হুল্লোড়, সন্ধ্যা থেকে লেটনাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিংয়ে জয়েন করলাম। দারুণ একটি সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহা রে, আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।”

পরীমনি সম্প্রতি শেষ করেছেন ‘গুণিন’ সিনেমার কাজ। যেটি নির্মাণ করেছেন ‘মনপুরা’খ্যাত গিয়াসউদ্দিন সেলিম। এর আগে পরীকে নিয়ে তিনি ‘স্বপ্নজাল’ বানিয়েছিলেন। এই সিনেমায় পরীর বিপরীতে রয়েছেন তরুণ অভিনেতা শরিফুল রাজ। এছাড়া পরীর হাতে আরও বেশ কয়েকটি সিনেমা আছে।

গত ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। দিনের বেলায় তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কেক কেটেছেন। আর রাতে উদযাপন করেছেন পাঁচ তারকা হোটেলে। রাতের সেই পার্টিতে পরীর পরনে ছিল লাল রঙের শার্ট ও সাদা লুঙ্গি। কাছা দেওয়ার ভঙ্গিমায় লুঙ্গি ফোল্ডিং করে আপনজনদের সঙ্গে নেচে-গেয়ে জন্মদিন উদযাপন করেন নায়িকা।

Link copied!