পর্ন ছবি তৈরির অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। সোমবার (১৯ জুলাই) রাতে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া অভিযোগে ফেব্রুয়ারিতে মামলা করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয়।
মুম্বাই পুলিশ বলেছে, পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার মূল ষড়যন্ত্রকারী রাজ। সে সম্পর্কে যথেষ্ট তথ্য-প্রমাণ তাদের হাতে রয়েছে।
রাজ কুন্দ্রার ব্যবসার প্রতি নেশা ছিল। নেপাল থেকে পশমের কম্বল এনে লন্ডনে রপ্তানি করতেন তিনি। এই ব্যবসাই তাকে উচ্চতায় পৌঁছে দেয়। পরে রাজ কুন্দ্রা বিনোদন জগতের সঙ্গে জড়িয়ে পড়েন। বলিউড অভিনেত্রী শিল্পাকে বিয়ে করেন। প্রথম স্ত্রী কবিতাকে ডিভোর্স দিয়েই শিল্পাকে বিয়ে করেন তিনি। টাকার নেশা যখন তাকে পেয়ে বসেছিল তখন তিনি পর্ন ছবি তৈরিতে মন দেন। গোপনে পর্ন ছবির নির্মাতা হয়ে যান।