• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

শঙ্কামুক্ত সায়রা বানু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৪:০৭ পিএম
শঙ্কামুক্ত সায়রা বানু

শঙ্কামুক্ত, সুস্থ আছেন দীলিপ কুমারের স্ত্রী ও অভিনেত্রী সায়রা বানু। নীবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বের করে আনা হয়েছে। অভিনেত্রীর ডায়বেটিস নিয়ন্ত্রণে এলেই করা হবে অ্যাঞ্জিওপ্লাস্টি। হিন্দুজা হাসপাতালের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া।

শারীরিক অসুস্থতার কারণে তিন দিন আগে সঙ্কটজনক সায়রা বানুকে মুম্বাইয়ের এই হাসপাতালে চিকিৎসাধীন করা হয়। স্বামী দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছেন এই অভিনেত্রী। এমন একটি গুজব রটলেও হিন্দুজা হাসপাতাল সেই গুজব উড়িয়ে দিয়েছে।

অভিনেত্রীর চিকিৎসক নীতিন গোখলে বলেন, “সায়রাজি অবসাদে ভুগছেন না। এমনকি তার অবস্থা সঙ্কটজনক। তাই তার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়নি এই খবর ঠিক নয়। আমরা তার ডায়বেটিস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তারপরেই অ্যাঞ্জিওপ্লাস্টি হবে। তাই অভিনেত্রী চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করছেন না। এই তথ্য ভুল।”

ইন্ডিয়ান এক্সপ্রেসকে হাসপাতালের একটি সুত্র বলেছে, দিন দুই আগে সায়রা বানুকে আইসিইউ থেকে বের করে আনা হয়েছে। আগামি কয়েকদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন প্রবীণ অভিনেত্রী।

Link copied!