নিজের জন্মদিন বেশ ঘটা করে উদযাপন করেন চিত্রনায়িকা পরীমনি। অভিজাত রেস্তোরাঁয় চলে সেই জন্মদিনের পার্টি। প্রতিবছর তিনি একটি থিম বেছে নেন। সেই সঙ্গে অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য থাকে ড্রেসকোড।
জাঁকজমকভাবে এই জন্মদিন আয়োজনের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে পরীমনিকে। সবাই তার আয়ের উৎসব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাই এবার সেই সমালোচনা এড়াতে জন্মদিন আয়োজনের স্পনসর খুঁজছেন তিনি।
গণমাধ্যমকে পরীমনি বলেন, “কারণ, প্রতিবছর নিজের টাকায় জন্মদিন করেও কিছু মানুষের কথা শুনতে হয়। এত টাকা আমি কোথা থেকে পাই, এই সব নানা অবান্তর কথা। তাই সিদ্ধান্ত নিয়েছি, স্পনসর নিয়ে এবার জন্মদিন করব। এবার আরও ফাটিয়ে উৎসব করব।”
পরী জানালেন এবারের ভেন্যুর সাজসজ্জা কেমন হবে, কেমন হবে তার জন্মদিনের পোশাক—এসব নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে।
গত সপ্তাহেই সিনেমার কাজে যোগ দিয়েছেন পরীমনি। ‘মুখোশ’-এর ডাবিংয়ে অংশ নেন। দুই দিন কাজের পর অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে বাসায় বিশ্রামে আছেন তিনি।
আগামী ২০ অক্টোবর পরীর জন্মদিন। এখন দেখা যাক পরীর জন্মদিনে কোনো স্পনসর কোম্পানি এগিয়ে আসে কি না! তবে স্পনসর না পেলেও যে তার জন্মদিন আটকে থাকবে না, সেটা সহজেই অনুমেয়।