• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

মধুচন্দ্রিমায় যাচ্ছেন না ভিকি-ক্যাট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৫:০৩ পিএম
মধুচন্দ্রিমায় যাচ্ছেন না ভিকি-ক্যাট

শোনা গিয়েছিল, বিয়ের পর মালদ্বীপে যাবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। কিন্তু সেটি আর হচ্ছে না। সুতরাং বিয়ের আসরেই মধুচন্দ্রিমা পালন করছেন নবদম্পতি। স্বামী-স্ত্রী হিসেবে প্রথম একসঙ্গে বসবাস। মধুচন্দ্রিমা কাটিয়ে ফের নিজ নিজ কাজে ফিরবেন।

রাজস্থানের সিক্স সেন্স ফোর্টের রাজকীয় দুর্গ। যে দুর্গে বাস করতেন রাজপুতরা। সেই বিশালাকৃতি দুর্গের আকাশে চাঁদের আলো যখন এসে পড়ে, মনে হয় নৈসর্গিক পরিবেশ তৈরি হয়েছে চারদিকে। সেই মনোরম পরিবেশেই মধুচন্দ্রিমা পালন করবেন ভিকি-ক্যাটরিনা।

তাই তাদের নিরিবিলিতে ছেড়ে ধীরে ধীরে নিজ নিজ শহরে ফিরে যাচ্ছেন আত্মীয়-পরিজনেরাও। মেয়ে-জামাইয়ের একান্ত গোপন সময়কে বিঘ্নিত না করে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন ক্যাটরিনার মা-ও। সেই সঙ্গে মুম্বাইয়ে ফিরছেন ক্যাটরিনার বোনরাও।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রেমটা যে ঠিক কবে শুরু হয়েছিল, এ প্রশ্ন বারবারই ঘুরেফিরে আসছে। এক অ্যাওয়ার্ড শো-তে ভিকি ক্যাটকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ঠিকই, কিন্তু তা মজার ছলে। এক নয়, দুই নয়, প্রায় চার বছর ধরে তারা সম্পর্কে ছিলেন। অথচ প্রথম বেশ কিছু বছর কাকপক্ষীও টের পায়নি তাদের প্রেমের কথা। ভি-ক্যাটের প্রেমে ম্যাচমেকিংয়ের কাজ কি করণ জোহর করেছিলেন?

নেটিজেনদের একটা বড় অংশের মনে হচ্ছে তেমনটাই। যুক্তি হিসেবে দুটি কারণও খুঁজে পেয়েছেন তারা। প্রথমত, করণ জোহরের চ্যাট শো কফি উইথ করণে এসে ক্যাটরিনা নিজেই জানিয়েছিলেন ভিকির সঙ্গে কাজ করতে তিনি ইচ্ছুক। তিনি এও বলেছিলেন, তার ধারণা তাদের একসঙ্গে অনস্ক্রিন ভাল লাগবে। কাছের বন্ধু ক্যাটরিনার মনের ইচ্ছে অনস্ক্রিন পূরণ না করলেও বলিপাড়ার অন্দর বলছে ক্যাটের বলা সেই কথা মোটেও হালকাভাবে নেননি করণ। বরং বন্ধুর জন্য কিউপিড বা মদনদেবের ভূমিকা নিয়েছিলেন তিনিই।

আর সেই কারণেই, নিজের বাড়িতে আয়োজিত পার্টিতে ক্যাটের পাশাপাশি ভিকিকেও আমন্ত্রণ জানিয়েছিলেন করণ। গত বছর সুশান্ত কাণ্ডের সময় করণের বাড়িতে হওয়া পার্টির এক ভিডিও ভাইরালের কথা মনে আছে নিশ্চয়ই? সেখানেও কিন্তু বাকি তারকাদের সঙ্গে হাজির ছিলেন ক্যাট ও ভিকি।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!