• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

ভবিষ্যৎ প্রজন্ম ও সংস্কৃতির বিশেষ দূত বিটিএস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ১১:৫৫ এএম
ভবিষ্যৎ প্রজন্ম ও সংস্কৃতির বিশেষ দূত বিটিএস

‘ভবিষ্যৎ প্রজন্ম ও সংস্কৃতি’র জন্য বিশেষ দূত হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশ্বখ্যাত জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের সদস্যরা। এই বছর তারা বিশেষ দূত হিসেবে জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন।

বিটিএসের ব্যান্ড তারকারা হলেন আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জংকুক।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) হিন্দুস্তান টাইমস জানায়, কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন আনুষ্ঠানিকভাবে বিটিএসের সদস্যদের বিশেষ দূত মনোনীত করেন। চলতি বছর জুলাইয়ে এ ঘোষণা দেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনেও অংশ নিচ্ছে এই ব্যান্ড দলটি।

ব্লু হাউসের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট “চেওং ওয়া দে”-তে পোস্ট করা টুইটারে এই তথ্য নিশ্চিত করেছে।

টুইট করা পোস্টে আরও জানা যায়, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস মোমেন্টের (এসডিজি মোমেন্ট) ডিকেড অব অ্যাকশনের দ্বিতীয় সভাতেও অংশ নেবে বিটিএস।

ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইনের সঙ্গে দেখা করে সার্টিফিকেট নেন ব্যান্ড দলটির ৭ তারকা। এ সময় তারা প্রেসিডেন্টের কাছ থেকে তাদের কূটনৈতিক পাসপোর্ট এবং একটি ফাউন্টেন পেন গ্রহণ করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদে তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে বিটিএস। ২০১৮ সালে নিজস্ব উদ্যোগে এবং কোভিড মহামারির কারণে ২০২০ সালে একটি রেকর্ড করা ভিডিও বার্তার মাধ্যমে তারা সাধারণ অধিবেশনে যোগ দেয়।

ব্যান্ড দলটি জানায়, নতুন অ্যালবামের “মাই ইউনিভার্স” শিরোনামের গানে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে’র সঙ্গে পারফর্ম করবেন তারা। আগামী ২৪ সেপ্টেম্বর গানটি মুক্তি পাচ্ছে।

Link copied!