• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

‘বেলা বোস’কে নিয়ে সিনেমা নির্মাণ করছেন অঞ্জন দত্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ০৩:০৪ পিএম
‘বেলা বোস’কে নিয়ে সিনেমা নির্মাণ করছেন অঞ্জন দত্ত

বেলা বোস—অঞ্জন দত্তের জনপ্রিয় একটি গান। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া গানটি এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। বরাবরই অঞ্জন বলে আসছেন, বেলা বোস কোনো বাস্তব চরিত্র নয়। এটি স্রেফ কল্পনা। তবে এবার সেই কল্পনার চরিত্রেকে চলচিত্রে রূপ দিতে চলেছেন তিনি। ছবির নাম ‘বেলা বোসের জন্য’। খবর ভারতীয় গণমাধ্যমের।

নিজের সৃষ্ট জনপ্রিয় এই চরিত্র নিয়ে সিনেমা নির্মাণকে বড় চ্যালেঞ্জ মানছেন অঞ্জন দত্ত। তিনি বলেন, “ভীষণ কঠিন! তবে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। ৬৬ বছর বয়সে এসেও যে এই চ্যালেঞ্জটা নিতে পারছি তার কারণ রানা (ছবির প্রযোজক) সঙ্গে আছে বলেই।”

তবে ‘বেলা বোস’ চরিত্রের অভিনেত্রীর নাম জানানি অঞ্জন দত্ত। এ বিষয়ে তিনি খানিকটা রহস্য জিঁইয়ে রাখলেন। এই ছবির সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন নীল দত্ত।

Link copied!