• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

বেজবাবা সুমন সুস্থ, তবে শঙ্কা কাটেনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ১২:৫৩ পিএম
বেজবাবা সুমন সুস্থ, তবে শঙ্কা কাটেনি

দেশে ফিরলেন অর্থহীন ব্যান্ডের সুমন। ব্যাংকক ও দুবাইয়ে চিকিৎসা শেষে পাঁচ মাস পর দেশের মাটিতে পা রাখলেন তিনি। দেশের ফিরেই যেন স্বস্তির নিশ্বাস ফেললেন তিনি। তার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো, তবে শঙ্কা কাটেনি। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা চলবে।

দেশে ফিরে সুমন ফেসবুকে লিখেছেন, “অবশেষে পাঁচ মাস পর দেশে ফিরলাম। এতটা দীর্ঘ সময় ধরে আমি কখনো দেশের বাইরে থাকিনি। আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ। স্পাইনের ব্যথা অনেক কম। আগে ২-৩ মিনিটের বেশি বসে থাকতেই পারতাম না। এখন প্রতিদিন ২-৩ কিলোমিটার হাঁটাহাঁটি করতে পারি।”

অনেকটা সুস্থ হলেও পুরোপুরি শঙ্কা কাটেনি। কারণ, তার স্পাইনের সার্জারি করানো লাগবে। তবে সেটা আগামী এক বছরের মধ্যে হলেও চলবে। এ বিষয়ে সুমন লিখেছেন, “আমার স্পাইনের সার্জারি লাগবে, কিন্তু সেটা আগামী এক বছরের মধ্যে করলেও চলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার খারাপ সময়ে পাশে থাকার জন্য, আমার ওপর বিশ্বাস রাখার জন্য।”

চলমান করোনাভাইরাসের থাবা থেকে সুরক্ষিত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। লিখেছেন, “পুরো পৃথিবী এখন একটা খারাপ সময় দিয়ে যাচ্ছে, সবাই নিজের দিকে খেয়াল রাখুন। সম্ভব হলে যত তাড়াতাড়ি পারেন ভ্যাক্সিনটা দিয়ে ফেলেন। নিরাপদে থাকুন।”

সুমনের শরীরে বেশ কয়েক বছর আগে চিকিৎসকেরা দুটি টিউমারের অস্তিত্ব পান। পরে জানা যায়, সুমন ক্যানসারে আক্রান্ত। তখন ক্যানসারটি প্রথম ধাপে থাকায় চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠছিলেন। ২০১৭ সালে চিকিৎসার পর ব্যাংককের একটি হাসপাতাল থেকে ফিরছিলেন তিনি। এমন সময় হঠাৎ তাঁকে একটি গাড়ি ধাক্কা দেয়। ব্যাংককের ওই দুর্ঘটনায় সুমনের স্পাইনাল কর্ডের ক্ষতি হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাঁকে পরামর্শ দেন জার্মানিতে চিকিৎসা করানোর। এই গায়ক ২০১৮ সালে অসুস্থ অবস্থায় একটি গান করেছিলেন। গানটি ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিতে ব্যবহার করা হয়। তারপর গান করার পরিকল্পনার কথা থাকলেও তিনি অসুস্থতার জন্য কণ্ঠ দিতে পারেননি।

Link copied!