• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১০:৩৩ এএম
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

এশিয়ার সবথেকে বড় বুসান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে তিন সিনেমা। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়াম নুর’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ এবং বাংলাদেশের তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’—এ তিনটি সিনেমা উৎসবে জায়গা করে নিয়েছে। 

সিঙ্গাপুর-কাতার-বাংলাদেশ প্রযোজিত আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’, যুক্তরাষ্ট্র-ভারত-অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’  এবং ‘পায়ের তলায় মাটি নেই’ ছবিটি প্রযোজনা করেছেন ‘জালালের গল্প’ খ্যাত নির্মাতা আবু শাহেদ ইমন। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রডাকশনস-এর তাহরিমা খান। 

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতি বছর এশিয়ার নতুন চলচ্চিত্রকারদের চলচ্চিত্র নিয়ে এবং পৃথিবীর অন্যান্য দেশের চলচ্চিত্র উৎসবের নামি সব চলচ্চিত্র নিয়ে দক্ষিণ কোরিয়ায় গত ২৬ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। 

প্রতি বছরের মতো এবারও উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অক্টোবরে। করোনার কারণে গত বছর উৎসব অনলাইনে অনুষ্ঠিত হলেও এ বছর সিনেমা হলেই অক্টোবরের ৬ তারিখ থেকে শুরু হয়ে চলবে ১৫ তারিখ পর্যন্ত।

Link copied!