• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩০, ২২ রমজান ১৪৪৬

বীরপ্রতিক তারামন বিবিকে নিয়ে চলচ্চিত্র


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৫:৫১ পিএম
বীরপ্রতিক তারামন বিবিকে নিয়ে চলচ্চিত্র

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন খেতাবপ্রাপ্ত বীর নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি। এই কিশোরী বয়সেই যুদ্ধের মতো একটা টালমাটাল সময়ে যিনি জীবনের তোয়াক্কা না করে ছুটে বেড়িয়েছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন।

সাহাসী তারামন বিবিকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন আমিনুর ইসলাম লিটন। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। গল্প ও চিত্রনাট্যে লিখেছেন ষড়ৈশ্বর্য মুহম্মদ।

সিনেমাটি একেবারে এমন নয় যে এটি তারামন বিবির জীবন ঘিরেই আবর্তিত হবে। এখানে তারামন একটি প্রতীকী ব্যঞ্জনা। তারামনের মতো অন্য নারীদের অবদান, ভূমিকা ও জীবনের গল্পও থাকবে সেখানে। তবে তা হবে নিতান্তই ফিকশন।

সিনেমাটি প্রসঙ্গে তানহা তাসনিয়ার ভাষ্য, “তারামন বিবিকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, লেখা, বই সংগ্রহ করে পড়ার চেষ্টা করছি। তার সংগ্রাম, ত্যাগ, যাতনাগুলো অনুধাবন করতে চাইছি, বুঝতে চেষ্টা করছি। সবাই দোয়া করবেন, এই দায়িত্ব যেন আমি ভালোভাবে পালন করতে পারি।”

সিনেমাটির উপদেষ্টা হিসেবে কাজ করছেন বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশের মঞ্চনাটকের কাণ্ডারি নাসিরউদ্দীন ইউসুফ।

সিনেমাটিতে আরও অভিনয় করবেন মোমেনা চৌধুরী, শাহানশাহ উল হক, রুহুল আমিন তুহিন, সোনিয়া আকতার প্রমুখ।

Link copied!