• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ের প্রচারণা চান না ভিকি-ক্যাট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ১১:৫৮ এএম
বিয়ের প্রচারণা চান না ভিকি-ক্যাট

শুরু থেকেই প্রেমের সম্পর্ক চেপে গেছেন বলিউডের আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এবার নিজের বিয়ের প্রচারণাও চান না এই জুটি। বিয়েতে অতিথিদের প্রবেশে শর্ত আরোপ করেছেন তারা। এই জুটির বিয়ে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষে না থাকলেও সবকিছু গোপনেই রাখতে চান বলিউড এই জুটি। 

বলিউডের হবু তারকা দম্পতিকে একঝলক দেখতে উদগ্রীব ভক্তরা। কিন্তু ভক্তদের বরাবরের মতোই নিরাশ করছেন এই জুটি। বিয়ে নিয়ে কোনো হইচই চান না তারা। বিয়ের ব্যক্তিগত মুহূর্ত ভাইরাল হতেও দেবেন না। দুই পরিবার থেকেই বিষয়টি স্থির করেছে। তাই আমন্ত্রিতদের জন্য বেশ কয়েকটি বিধিনিষেধও জারি করেছেন ভিকি-ক্যাটরিনা।

ভিকি-ক্যাটরিনার বিয়েতে কারা আসছেন, কী আয়োজন থাকছে, তা নাকি অনুরাগীদের জানাতে চান না। সেই কারণেই বিয়ের দিন আমন্ত্রিতরা মোবাইল ফোনে কোনো ছবি তুলতে পারবেন না। যারা বিয়েতে উপস্থিত থাকবেন, তারা সোশ্যাল মিডিয়ায় লোকেশন শেয়ার করতে পারবেন না।  বিয়ের আসরে থেকে বাইরের কারও সঙ্গে যোগাযোগ করা যাবে না। ওয়েডিং প্ল্যানারের অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি শেয়ার করা যাবে না। এছাড়া বিয়ের লোকেশন থেকে লাইভে যাওয়া বা কোনো ভিডিও করা যাবে না।

যদিও তারকাদের বিয়েতে ছবি তোলা কিংবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এ বিষয়টি নতুন নয়। এর আগেও রণবীর সিং-দীপিকা পাডুকোন, ঐশ্বর্য রায়-অভিষেক বচ্চনসহ অনেকের বিয়েতেই গোপনীয়তা রাখা হয়।

৯ ডিসেম্বরই কনে বেশে ক্যাটরিনা বিয়ের আসরে বসবেন। রাজস্থানের সওয়াই মাধেপুর জেলায় অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট হোটেলে পুরো আয়োজনটি হওয়ার কথা রয়েছে। ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন তাদের পরিবারের সদস্যরা। হোটের খরচ বাবদ প্রতিদিন ৭ লাখ টাকা করে ভাড়া গুনতে হবে তাদের।

৭ ডিসেম্বর হবে মেহেন্দির অনুষ্ঠানিকতা। বিয়েতে এক বিশেষ ধরনের মেহেন্দি পরবেন ক্যাটরিনা, যার দাম প্রায় এক লাখ টাকা। রাজস্থানের যোধপুরের পালি অঞ্চলে একেবারে ভেষজ পদ্ধতিতে ওই মেহেন্দি তৈরি করা হয়েছে।

সবকিছুর আগে মুম্বাইয়ে আইনি বিয়ে সারবেন এই তারকা দম্পতি। যদিও প্রেম ও বিয়ে নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি ভিকি-ক্যাট।

Link copied!