মুক্তির আগেই প্রশ্নপত্রে ঠাঁই পেল ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি। এদিকে কান চলচ্চিত্র উৎসবেও বেশ প্রশংসা কুড়িয়েছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।
এছাড়া সিনেমাটি একাডেমিক অ্যাওয়ার্ডের (অস্কার) ৯৯৪তম আসরেও যাচ্ছে।
জানা গেছে, অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে লড়বে সিনেমাটি।
৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষায় এবার আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত সিনেমাটি নিয়ে প্রশ্ন এসেছে।
প্রশ্নপত্রে জানতে চাওয়া হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের পরিচালক কে?
২০২১ সালে নির্মিত একটি বাংলাদেশি চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। প্রটোকল ও মেট্রোর ব্যানারে এটি প্রযোজনা করেছেন জেরেমি চুয়া।
এছাড়া সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন। তবে চলচ্চিত্রটি বাংলাদেশি প্রেক্ষাগৃহে এখনো মুক্তি পায়নি। এরই মধ্যে অস্কারে যাচ্ছে।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে বাঁধন ছাড়াও আরও রয়েছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।
এটি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের দ্বিতীয় সিনেমা। এর আগে এই নির্মাতা ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ শিরোনামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) আওতায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৯ অক্টোবর)।
এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।




-20251029103315.jpeg)




























