• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুকের রোষানলে হিরো আলম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০২:০৪ পিএম
ফেসবুকের রোষানলে হিরো আলম

ফেসবুকের রোষানলে পড়েছেন হিরো আলম। তার পেজ থেকে ‘ব্লু-ব্যাজ’ তুলে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে এমনটা হয়েছে, সেটা বুঝতে পারছেন না তিনি।

হিরো আলম বলেন, “আমি বুঝতে পারছি না কেন এমন হলো। হতে পারে কেউ আমার বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছে। আমি নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না। আপনারা জানেন, আমার পেছনে কেউ না কেউ লেগেই থাকে। আমি কারও পেছনে লাগি না। ফেসবুক থেকে কেন ‘ব্লু-ব্যাজ’ সরানো হলো সে বিষয়ে খোঁজ নিচ্ছি। পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাকে সাহায্য করবে। প্রকৃত কারণ জেনে অবশ্যই আপনাদের জানাবো। ‘ব্লু-ব্যাজ’ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

হিরো আলমের আশঙ্কা, সদ্য বিদায়ী সমালোচিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে নিয়ে গান গাওয়ায় কেউ রিপোর্ট করেছেন ফেসবুকে। তিনি বলেন, “যেদিন ‘পালালো পালালো মুরাদ হাসান’ শিরোনামে একটি গান আমি আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করার পাশাপাশি আমার ফেসবুক পেজেও দিয়েছিলাম সেই দিন রাত থেকেই ফেসবুক পেজের ব্লু-ব্যাজ উধাও হয়ে গেছে। আমার মনে হচ্ছে এই গানের কারণে হতে পারে। যদিও আমি এখন নিশ্চিত হতে পারছি না। হলেও হতে পারে।”

এর আগে ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গানটি নিজের কণ্ঠে গেয়ে ভাইরাল হন হিরো আলম! তবে তিনি বাংলার বদলে হিন্দিতে গানটি গেয়েছেন।

Link copied!