ফের মা হচ্ছেন ঐশ্বরিয়া!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০৪:৩০ পিএম
ফের মা হচ্ছেন ঐশ্বরিয়া!

দেড় দশক আগে অভিনেতা অভিষেক রায় বচ্চন এর সাথে সাতপাকে বাঁধা পড়ে ছিলেন ঐশ্বরিয়া রায়। তারপর বিয়ের তিন বছরের মাথায় অভিনেত্রী জন্ম দেন মেয়ে আরাধ্যার। তবে সম্প্রতি শেয়ার করা এক ছবিতে ঐশ্বরিয়ার বেবি বাম্প স্পষ্ট। নেটিজেনদের ধারণা, মা ফের মা হতে চলেছেন বচ্চন পরিবারের পুত্রবধূ।

বলিউড ও টলিউড জুড়ে একের পর এক সুখবর দিচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা। লকডাউন এরপর থেকেই মা বহু বলি ও টলি অভিনেত্রীরা। মা হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর, আনুশকা শর্মা , দিয়া মির্জা এবং পাশাপাশি মা হয়েছেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলী, পূজা ব্যানার্জি, প্রিয়ম ব্যানার্জি, মধুবনী সরকার আরো অনেকে।

সম্প্রতি মেয়ে আরাধ্যাকে নিয়ে আর শরৎ কুমারের বাড়িতে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। সেখানেই পরিবারের সবাই মিলে একটি ছবি তোলেন। ছবিতে এক ফ্রেমে দেখা যায় অভিষেক বচ্চন , ঐশ্বরিয়া রায় বচ্চন, মেয়ে আরাধ্যা এবং শরৎকুমার মেয়ে ভারালক্ষী কে।

তিনি এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন, “গতকাল রাতে খুবই প্রিয় তিনজনের সঙ্গে দারুণ একটা সময় কাটালাম। বলিউড সুন্দরী ঐশ্বরিয়া, তার হ্যান্ডসাম স্বামী অভিষেক বচ্চন এবং তাদের মিষ্টি মেয়ে আরাধ্যা বচ্চন। ওরা এত জনপ্রিয় তারকা হওয়ার পরও খুবই মাটির কাছের মানুষ। একটা দুর্দান্ত সময় উপভোগ করলাম ওদের সঙ্গে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন তার সমস্ত আশির্বাদ ওদের পরিবারকে দেন।”

Link copied!