• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

ফের বিয়ে করলেন নিলয়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৩:১৮ পিএম
ফের বিয়ে করলেন নিলয়

মডেল ও অভিনেত্রী শখের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কয়েক বছর একাই ছিলেন অভিনেতা নিলয় আলমগীর। তবে সেই একাকিত্ব কাটিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। পাত্রী তাসনুভা তাবাসসুম হৃদি। সোশ্যাল ওয়ার্ক ও লেখালেখিতেও যুক্ত আছেন তিনি।

গণমাধ্যমকে নিলয় বলেন, “গত বছর ফেসবুকে হৃদির সঙ্গে আমার পরিচয় হয়। এরপর আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। গত ৭ জুলাই পারিবারিকভাবে আমরা বিয়ে করেছি। তবে করোনার কারণে কোনো অনুষ্ঠান করতে পারিনি। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে পারব।”

এদিকে নিলয়ের আগে বিয়ে করেছেন শখ। গাজীপুরের ছেলে ব্যবসায়ী রহমান জনের সঙ্গে ২০২০ সালের ১২ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

২০০৯ সালে ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর শোবিজে যাত্রা শুরু হয় নিলয়ের। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। তার সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ ২০১৪-তে মুক্তি পায়। তিনি চলচ্চিত্র ও নাটক ছাড়াও বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করে যাচ্ছেন।

Link copied!