• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

ফের জুটি বাঁধলেন শুভ-ঐশী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৬:১৪ পিএম
ফের জুটি বাঁধলেন শুভ-ঐশী

আরিফিন শুভর সঙ্গে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী জুটি বেঁধে ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় অভিনয় করেছেন। অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটি করোনার কারণে মুক্তি পেছায় কয়েকদফা।  

তবে এই জুটি ‘নূর’ নামে আরও একটি ছবিতে অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। আজ শনিবার থেকে পাবনায় শুরু হয়েছে ‘নূর’-এর শুটিং। এই সিনেমার গল্প আবর্তিত হবে একটি মফস্বলকে ঘিরে। তাই অধিকাংশ শুটিং হবে ওই অঞ্চলে। টানা ২০ দিন পাবনায় চিত্রায়ন চলবে বলে জানা গেছে।

রোববার থেকে শুটিংয়ে অংশ নেবেন ঐশী। তিনি বলেন, “এই সিনেমায় যুক্ত হই কোরবানি ঈদের আগে। এর পর আমাদের স্ক্রিপ্ট পড়া ও অডিশন শুরু হয়। যেদিন আমার প্রথম স্ক্রিপ্ট রিডিং ছিল, সেদিন স্ক্রিপ্ট পড়েই আমার মনে হয়েছে এই প্রজেক্টে কাজ না করতে পারলে আর কি হলো।”

‘নূর’ ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এই সিনেমায় কেন্দ্রিয় চরিত্রের অভিনেতার পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন শুভ।

Link copied!