নক্ষত্রের পতন। না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত বাচিক শিল্পী গৌরী ঘোষ। তার মৃত্যুতে শিল্প-সংস্কৃতি জগতে নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার (২৩ আগস্ট) গৌরী দেবীর শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভরতি করা হয়। তখন থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি।
বাচিকশিল্পের জগতে দুই উজ্জ্বল নক্ষত্র পার্থ ঘোষ ও গৌরী ঘোষ। এই আবৃত্তিকার দম্পত্তি বাঙালিকে অনেক উপভোগ্য আবৃত্তি-সন্ধ্যা উপহার দিয়েছেন। এই দম্পত্তির আবৃত্তি শোনা বাঙালির কাছে এক পরম পাওয়া। গৌরী দেবী স্বামী পার্থ ঘোষের সঙ্গে মিলে বহু শ্রুতিনাটক উপস্থাপনা করেছেন। তাদের যৌথ ভাবে উপস্থাপিত ‘কর্ণকুন্তি সংবাদ’ খুব জনপ্রিয় হয়েছিল।
এই আবৃত্তিকার দম্পত্তি রেডিওতে উপস্থাপক হিসাবে তাদের ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘদিন তারা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন।