পরিচালক হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী সুনাম কুড়িয়েছেন দেশ-বিদেশে। এবার তাকে পাওয়া গেল গীতিকার হিসেবে। প্রথমবারের মতো লিখলেন গান। তার পরিচালিত ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজের শিরোনাম সংগীত লিখলেন তিনি।
শনিবার সন্ধ্যায় গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেলের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম।
রোমান্টিক ঘরানার গানটির কথা এমন- আমার পায়ে পায়ে চলো দেখেছ কি তুমি/তোমার গান আমার সুরে গেয়েছ কি তুমি।
গানটি নিয়ে জানতে চাইলে ফারুকী বলেন, “নিজের লেখা গান শিরোনাম সংগীত হিসেবে শুনতে ও দেখতে বেশ ভালো লাগছে। এই ওয়েব সিরিজটির জন্যই গানটি লেখা। সবাই গানটি শুনুন। যখন ওয়েব সিরিজটি মুক্তি পাবে তখন সবাই মিলে দেখবেন, সেই অনুরোধ রইল।”
৯ জুলাই মুক্তি পাবে ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। এটি মুক্তি পাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। ওয়েব সিরিজটির প্রযোজক জনপ্রিয় অভিনেত্রী ও ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।