গীতিকার সুমন সাহা’র কথায় গত বছর প্রথমবারের মতো দুর্গাপূজার গানে সুর ও সংগীত পরিচালনা করেছিলেন ফোয়াদ নাসের বাবু। এ সময়ের ৮ জন প্রতিভাবান কণ্ঠশিল্পী গানটিতে কণ্ঠ দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এ বছরও নতুন দুইটি গান করেছেন তিনি। ৯ জন সংগীতশিল্পী কণ্ঠ দিয়েছেন গান দুটিতে।
‘শরতের নীল আকাশে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায়, বিজন মিস্ত্রী, ছন্দা চক্রবর্তী ও উৎপলা দাশ। ‘বছর ঘুরে তুমি আবার এলে মা’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন অনন্যা আচার্য্য, স্বপ্নিল রাজিব, এ পি শুভ, রাকা পপি ও সুস্মিতা সাহা।
এ বিষয়ে ফোয়াদ নাসের বাবু বলেন, “প্রথমেই সুমন সাহা ও বিটিভিকে আমি ধন্যবাদ জানাই আমার ওপর আবারও আস্থা রাখার জন্য। চলচ্চিত্রে কাজ করার সময় প্রায়শই কীর্তন আঙ্গিকের গানে সুর বা সংগীতায়োজন করতে হয়েছে। তবে গত বছর প্রথম পূজার গান করি। গানটি সকলের কাছে জনপ্রিয়তা পেয়েছিল। তারই ধারাবাহিকতায় এবারও দুটি গানে কাজ করা। গীতিকবি সুমন সাহা’র গানের কথাও ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আশা করি গান দুটি সবার ভালো লাগবে।”
গান দুটি তৈরি করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের পূজোর বিশেষ অনুষ্ঠান ‘শারদ আনন্দ’র জন্য। বিশেষ অনুষ্ঠানে প্রচারের জন্য বর্তমানে গানটির বাকি কাজগুলোর প্রস্তুতি চলছে। গানের কথা ও সুরের পাশাপাশি ভিডিও চিত্রায়ণেও সকল সংগীতশিল্পীর অংশগ্রহণ দর্শক দেখতে পারবেন। এছাড়া অন্তর্জালেও গানটি পাওয়া যাবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।