• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

পাইরেসির কবলে ‘রেহানা মরিয়ম নূর’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০৬:০৭ পিএম
পাইরেসির কবলে ‘রেহানা মরিয়ম নূর’

রেহানা মরিয়ম নূর—কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস সৃষ্টি করা প্রথম বাংলাদেশি সিনেমা। কানে পুরস্কার না জিতলেও সেখানকার দর্শকের মন জয় করে নিয়েছে ঠিকই। ছবিটি সম্প্রতি অংশ নিয়েছে মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালেও। সেখানে গত ১৪ আগস্ট হলো টিকিটের মাধ্যমে অনলাইন প্রদর্শনী।

সিনেমাটি দেখার জন্য মুখিয়ে ছিল দেশের দর্শকরা। ছবিটি সিনেমা হলে মুক্তির দেওয়ার বিষয়ে কোনো তথ্য জানাননি পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। তবে ইতিমধ্যে সিনেমাটি পাইরেসি হয়ে গেছে। ছড়িয়ে পড়েছে অনলাইনে। এমন ঘটনায় মন খারাপ ছবির কেন্দ্রিয় চরিত্রের অভিনেত্রী বাঁধনের। আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাঁধন বললেন, “দুদিন ধরে অনেক মানুষের কাছ থেকে ছবিটা নিয়ে প্রশংসা শুনছিলাম। ১৫ আগস্ট পর্যন্ত আমি ভাবছিলাম মেলবোর্ন উৎসবের মাধ্যমে তারা ছবিটি দেখেছেন হয় তো। আজ সকালে আমি ছবিটির পাইরেটেড লিংক পাই। এবং নিশ্চিত হই চুরি হয়ে গেছে আমাদের প্রাণের ছবিটি। কিন্তু কিভাবে হলো আমি তো এসব কম বুঝি। আমি সঙ্গে সঙ্গে আমাদের টিমকে জানাই। বুঝতে পারলাম, তারা আমার আগেই টের পেয়েছে। এবং এটিকে থামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।”

একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবিটির গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ, শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি।

Link copied!