• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

এটা আমার ইমানি দায়িত্ব : আমান রেজা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ১২:০৪ পিএম
এটা আমার ইমানি দায়িত্ব : আমান রেজা

শুক্রবার (১৩ আগস্ট) চিত্রনায়িকা পরীমনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত। বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন এই চিত্রনায়িকা।

এদিকে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পরই পরীমনির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে শিল্পী সমিতি মুখ ফিরিয়ে নিলেও পরীমনির পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক আমান রেজা।

আদালতে পরীমনির হয়ে লড়ছে মুজিবর রহমানের নেতৃত্বে আট সদস্যর একটি দল। মুজিবর রহমান অ্যাসোসিয়েটসের প্রধান তিন সহকারী আইনজীবীর অন্যতম এই চিত্রনায়ক আমান রেজা।

এ বিষয়ে আমান বলেন, “প্রথমত এটা আমার ইমানি দায়িত্ব। আমি বাধ্য। আমার দায়িত্ব আমি পালনে যথাসাধ্য চেষ্টা করছি। আর সহকর্মীর পক্ষে লড়াটা একটা আনন্দের বিষয়। মানে একধরনের ভালো লাগা তো কাজ করেই।”

এই আইনজীবী আরও বলেন, “তিনি যদি দোষী না হন তাহলে জামিন আজ হোক কাল হোক পাবেনই। আমরা আমাদের আইনি প্রক্রিয়া যথার্থভাবে চালিয়ে যাচ্ছি।”

এর আগে সর্দার সানিয়াত, অনন্য মামুন, লামিয়া মিমো, লিনা, ফখরুল আরেফিন খানের আইনজীবী হিসেবে কাজ করেছেন আমান রেজা। 

পরিচালক হাফিজ উদ্দিনের ছবি ‘সেই তুফান’ এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আমান রেজা। প্রথম অভিনীত চলচ্চিত্র সেই তুফান হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি রেজা লতিফের ‘ভালোবাসার শেষ নেই।’

আমান ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি গ্রহণ করেছেন। বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে এলএলএম পড়েছেন। 

Link copied!