• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২,

ন্যানসির আংটি বদল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৫:৪৩ পিএম
ন্যানসির আংটি বদল

ন্যানসির বিবাহিত জীবন কখনোই সুখকর ছিল না—এমনটাই দাবি করে আসছেন তিনি। সেকারণে আগের দুই সংসারে ইতি টেনেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। কিছুদিন আগে জানিয়েছিলেন সেপ্টেম্বরে তৃতীয় বিয়ে করতে চলেছেন তিনি। তবে এবার বিয়ে করছেন বুঝেশুনে।

এদিকে সেপ্টেম্বর আসার আগেই ন্যানসির ফেসবুকের রিলেশনশীপ স্ট্যাটাসে ‘গট এনগেজড’ লেখা। নেটাগরিকদের ধারণা, বিয়েটা সেরেই ফেলেছেন ন্যানসি। যদিও তিনি জানালেন, বিয়ে নয়; আংটি বদল করেছেন।

ন্যানসি বলেন, “আংটিবদলটা হয়েছে সম্প্রতি। ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবো। কিন্তু করোনা ও শোকের মাসের কারণে মনে হয় না সেটা করতে পারবো। কোনও প্ল্যান ছাড়া হুট করেই হয়তো শিগগিরই বিয়ে করে ফেলবো।”

জানা গেছে, ন্যানসির হবু বরের নাম মহসীন মেহেদী। তিনি একজন গীতিকবি। ঐতিহ্যবাহী সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!