ভারতে এমন অনেকে আছেন, যারা দেখতে অবিকল শাহরুখ খান, সালমান খানের মতো। নেট দুনিয়ায় তাদের নিয়ে বেশ চর্চাও করা হয়। এবার পাওয়া গেল আলিয়া ভাটের মতো দেখতে এক তরুণীকে।
আসামের তরুণী সেলেস্টি বৈরাগীকে দেখলে যে কেউ দেখে অবাক হবেন। গুলিয়ে ফেলবেন আলিয়ার সঙ্গে। তিনি এখন নেট দুনিয়ায় ভাইরাল।
তাকে দেখে হতবাক আলিয়া ভক্তরাও। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সেলেস্টি। তার ফলোয়ার্স সংখ্যাও নেহাত কম নয়। আলিয়ার মতো দেখতে হওয়ার খবর ছড়াতেই বিদ্যুত গতিতে বাড়ছে তার অনুরাগীর সংখ্যা।
কিছুদিন আগে আসামের এই মেয়ে এ সেলেস্টি সাদা রঙের অফ শোল্ডার টপ ও কালো রঙের লেহেঙ্গা পরে একটি ভিডিও প্রকাশ করেন তার ইনস্টাগ্রামে। তারপর থেকেই সবাই একের পর থেকে লাইক ও কমেন্ট উপচে পড়তে থাকে। কমেন্টের মাধ্যমে দুজনের সাথে তুলনাও শুরু করে দেন নেটিজেনরা। কমেন্টে আলিয়া ও সেলেষ্টিকে এক ফ্রেমে দেখতে চেয়েছেন অনেকেই।