বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন আজমেরি হক বাঁধন। এরপর নিয়মিত কাজ করেছেন নাটকে। একটা সময় বিয়ে করে আড়ালে চলে যান। তবে তার সেই সংসার সুখের ছিল না। মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।
হতাশা ও কষ্ট থেকে দুইবার তিনি আত্মহননের পথ বেছে নিতে চেয়েছিলেন। কিন্তু একমাত্র মেয়ের জন্যই বাঁধন ফিরে এসেছেন বারবার।
এক সাক্ষাৎকারে জীবনের এমন চরম বাস্তবতার কথা টেনে এই অভিনেত্রী বলেন, “আমি পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলাম। ২০০৫ সালের দিকে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম।”
তিনি জানান, ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা তার জীবনের সংজ্ঞা পাল্টে দিয়েছে। সেখান থেকে তিনি অনেক সাপোর্ট পেয়েছেন। নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেয়েছেন।
বাঁধনের ভাষ্য, “আমার মেয়ে আমাকে হেরে যেতে দেখছে না, এটাই সবচেয়ে বড় অর্জন। আমার আশপাশের নারীরা যারা বন্দিদশা থেকে মুক্তি পেতে চায়, অনেকেই বলেন, আপু আপনি যখন কিছু অর্জন করেন, মনে হয় আমরা অর্জন করছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।”
বাঁধনের ক্যারিয়ার খাদের কিনারায় পা দোলাচ্ছিল। ধারণা করা হচ্ছিল, বাঁধনের শোবিজ ক্যারিয়ার শেষের পথে। কিন্তু না, বাঁধন হাল ছাড়েননি। তার জীবনের নতুন শুরু এনে দেয় ‘কান চলচ্চিত্র উৎসব মাতানো বাঁধনের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি। অভিনয় করেছেন টলিউডের ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তে।
সফলতার রেশ না কাটতেই বাঁধন ছুটে গিয়েছিলেন মুম্বাই। বলিউডের নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমার শুটিং সেরে সম্প্রতি ঢাকায় ফিরেছেন তিনি। ফিরেই নিজের জীবনের নানাদিক নিয়ে কথা বলেন এই তারকা।