বলিউড ইতিহাসের সবথেকে জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমার প্রয়াত হন বুধবার। খবর পেয়েই তাকে শেষবারের মতো দেখতে ছুটে গেছেন শাহরুখ খান।
দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুর পাশে বসে শাহরুখ খানকে সান্ত্বনা দিতে দেখা যায়। তার পাশে শাহরুখ খান বেশ কিছুক্ষণ বসে ছিলেন। তখন আবেগ ধরে রাখতে পারেননি দিলীপপত্নী, তার চোখ দিয়ে অনবরত ঝরেছে অশ্রু। এছাড়া বাকি তারকারাও সায়রা বানুকে সমবেদনা জানিয়েছেন। নেট দুনিয়ায় সান্ত্বনা দেওয়ার একটি ছবি ছড়িয়ে পড়ে।
ট্র্যাজেডি কিং’-এর মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে বলিউড। অমিতাভ বচ্চন, সালমান খান, অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, বিদ্যা বালান, আলিয়া ভাট, দক্ষিণ ভারতীয় অভিনেতা কমল হাসান, চিরঞ্জীবীসহ অনেকে সামাজিক মাধ্যমে শোকজ্ঞাপন করেছেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও শোক প্রকাশ করেছেন।