• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

তিন মাস পর স্বামীর দেখা পেলেন মিথিলা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩০, ২০২১, ০৫:০৬ পিএম
তিন মাস পর স্বামীর দেখা পেলেন মিথিলা

তিন মাস পর কলকাতায় স্বামীর বাসায় গেলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ব্যক্তিগত কাজ ও শুটিংয়ের কারণে এতদিন বাংলাদেশে ছিলেন তিনি। তবে এবার সব কাজ সেরে উড়াল দিলেন কলকাতায়। সেখানে পৌঁছে তিনি মেয়েসহ সৃজিতের সঙ্গে বেশকিছু ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৃজিতও ছবি প্রকাশ করেছেন। 

দিন কয়েক আগে একত্রে একটি পেশাদার কাজ করায় ট্রলিংয়ের মুখে পড়তে হয় তাহসান-মিথিলাকে। মিথিলা সে সময় জানান, প্রাপ্তবয়স্ক দুজন মানুষ একসঙ্গে কাজ করতেই পারেন। বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে মানে কখনও একসঙ্গে কাজ করা যাবে না, তা নয়। পাশাপাশি তিনি এবং তাহসান আয়রার বাবা, মা। তাই মেয়ের কথা ভেবেও তাঁরা নিজেদের সম্পর্ক তিক্ত করতে চান না। বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলে তবেই আয়রাকে সুস্থ শৈশব দেওয়া যাবে বলে মনে করেন মিথিলা।

বাংলাদেশে থাকলে আয়রা কখনও মায়ের কাছে, কখনও বা বাবার কাছে থাকে। এ নিয়ে তাঁদের পরিবারে কোনও সমস্যা নেই। কিন্তু ব্যক্তিজীবনে ট্রোলিংয়ের শিকার যাতে না হতে হয়, তার অন্যতম পদক্ষেপ হিসেবে তাঁদের সোশ্যাল মিডিয়ার পোস্টে এখন আর সকলের কমেন্ট করার অধিকার নেই।

Link copied!