• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

জয়ার সঙ্গে নওয়াজুদ্দিনের অভিনয়ের খবরটি গুজব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৪:০৪ পিএম
জয়ার সঙ্গে নওয়াজুদ্দিনের অভিনয়ের খবরটি গুজব

বলিউডের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন জয়া আহসান। খবর বেরিয়েছিল, সেটাতে তিনি অভিনয় করবেন নওয়াজুদ্দিন সিদ্দিকির সঙ্গে। খবরটি নিয়ে মাতামাতি শুরু হয়েছিল এ বাংলায়। তবে জয়া ভক্তদের জন্য দুঃসংবাদ, ওই ওয়েব সিরিজে অভিনয় করছেন না নওয়াজুদ্দিন। এমনকি তার সঙ্গে নাকি অভিনয়ের কোনো কথাও হয়নি পরিচালক সায়ন্তন মুখপাধ্যায়ের সঙ্গে। খবরটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮।

বিষয়টি নিয়ে নওয়াজুদ্দিন বলেন, “আমি কোনো ওয়েব সিরিজ করছি না। আপাতত এটা থেকে এখন দূরে আছি। তাই ঐ বিষয়টি (জয়ার সঙ্গে ওয়েব সিরিজ) পুরোটাই গুজব। আমি এমন কোনও প্রজেক্টে সাইনও করিনি। আপাতত ততদিন আর ওয়েব সিরিজ করবো না যতদিন নিজে রোমাঞ্চিত হই।”

এদিকে ওটিটি প্ল্যাটফর্মের ওপর বেজায় ক্ষুব্ধ ‘সেক্রেড গেমস’ ওয়েব সিরিজ-খ্যাত এ অভিনয়শিল্পী। তিনি মনে করেন, কিছু ব্যবসায়ী এটাকে শুধু ‘ধান্দা’ হিসেবে এখন ব্যবহার করছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘প্রথমে যখন ভারতে কিছু পরিচালক এটি তৈরি শুরু করেন, সেটা ছিল ইউনিক স্টাইল। কিন্তু ইদানীং আমার মনে হয়েছে, ওটিটি তার গুনগত মান ধরে রাখছে না। অনেক কনটেন্ট আসছে কিন্তু ‘কোয়ালিটি খারাপ হো চুকি হ্যায়’। ওটিটি এখন কিছু ব্যবসায়ীর কাছে  টাকা আয়ের একটা ধান্দা হয়ে গেছে।”

নওয়াজের এমন মন্তব্যে এখনও কোনো উত্তর দেয়নি নকশাল আন্দোলন নিয়ে নির্মিত ওয়েব সিরিজ সংশ্লিষ্ট কেউই। মূলত নকশাল নেতা চারু মজুমদার নিয়েই এটি তৈরি হবে। তৎকালীন বিতর্কিত পুলিশ কর্তা রুনু গুহ নিয়োগীর লেখা ‘‌সাদা আমি কালো আমি’‌ অবলম্বনেই তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ।

Link copied!