জয়াকে উঁচু মানের অভিনেত্রী বললেন ঋত্বিক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০৭:৩৩ পিএম
জয়াকে উঁচু মানের অভিনেত্রী বললেন ঋত্বিক
অভিনেত্রী জয়া আহসান ও ঋত্বিক চক্রবর্তী

অভিনেত্রী জয়া আহসানকে বাংলাদেশের মতো কলকাতার প্রথম সারির অভিনেত্রী হিসেবে ধরা হয়। কাজ করেছেন টালিউডের শীর্ষস্থানীয় নির্মাতা ও অভিনেতাদের সঙ্গে। জিতেছেন ভারতের ফিল্মফেয়ারও। কলকাতাবাসী নিজেদের কন্যাই মনে করেন জয়াকে। জয়াকে প্রশংসায় পঞ্চমুখ হন কলকাতাবাসী।

টালিউডের খ্যাতিমান অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও এবার এই গুণী অভিনেত্রীকে প্রশংসায় ভাসালেন। ঋত্বিকের দৃষ্টিতে জয়া খুব উঁচু মানের একজন অভিনেত্রী। কলকাতার আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।

ঋত্বিক ও জয়া জুটি বেঁধে অভিনয় করেছেন ‘বিনিসুতোয়’ নামের একটি সিনেমায়। আজ শুক্রবার (২০ আগস্ট) সিনেমাটি মুক্তি পেয়েছে কলকাতায়। এ প্রসঙ্গেই ঋত্বিক কথা বলেছেন। একই সূত্রে উঠে আসে জয়ার নামটিও।

জয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে ঋত্বিক বলেন, ‘ইন্দ্রনীল রায় চৌধুরীর শর্ট ফিল্ম ‘ভালবাসার শহর’-এ একটি দৃশ্য ছিল আমাদের। তবে পূর্ণাঙ্গভাবে এবারই প্রথম। অভিনেতা হিসেবে যখন কাজ করি, তখন তো আলাদা করে রসায়নের বিষয় মাথায় রাখি না। চিত্রনাট্য, মুহূর্ত সব মিলিয়ে হয়তো পুরো বিষয়টা জমাট বাঁধে।’

ঋত্বিক আরও বলেন, “শিল্পী ভালো হলে, তারা হয়তো আরও পরত যোগ করেন দৃশ্যে। খুব খারাপ অভিনেতা হলে আমি বুঝতে পারি না, ভাল করছে নাকি খারাপ করছে। তবে জয়া খুব উঁচু মানের অভিনেত্রী। সেটা জানি বলেই বলছি, ‘বিনিসুতোয়’ ওকে ভাল লাগবে।”

‘বিনিসুতোয়’ সিনেমাটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা অতনু ঘোষ। একই পরিচালকের নির্মাণে জয়া এর আগে ‘রবিবার’ সিনেমায় কাজ করেছিলেন। সেখানে তার বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ওই সিনেমার জন্য জয়া দ্বিতীয়বারের মতো ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন।

Link copied!