গৃহকর্মী নির্যাতনের মামলায় জামিন পেলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একা। রোববার (২২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
এর আগে ১০ আগস্ট (মঙ্গলবার) মাদকদ্রব্য আইনে করা মামলায় চিত্রনায়িকা একার জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালত। তবে অন্য মামলা থাকায় তখন তাকে মুক্তি দেওয়া হয়নি। এবার দুই মামলায় জামিনের ফলে তার মুক্তিতে আর বাধা নেই।
গত ১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাতিরঝিল থানার পৃথক দুই মামলায় তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা।
এর আগে গত ৩১ জুলাই গৃহকর্মীকে ‘নির্যাতন’ এর অভিযোগে চিত্রনায়িকা একাকে তার রাজধানীর উলনের বাসা থেকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করার কথা জানানো হয়।

































