ক্যাটরিনাকে নিয়ে রাশিয়া যাচ্ছেন সালমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৪:৩১ পিএম
ক্যাটরিনাকে নিয়ে রাশিয়া যাচ্ছেন সালমান

ক্যাটরিনাকে নিয়ে রাশিয়া উড়াল দিচ্ছেন সালমান খান। অবকাশ যাপনে নয়, সিনেমার শুটিংয়ে সেখানে যাচ্ছেন তারা। প্রতীক্ষিত ‘টাইগার-থ্রি’ সিনেমার মুম্বাই অংশের শুটিং শেষ। বাকি অংশের শুটিংয়ের লোকেশন রাশিয়া।

‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ এর মতো এই ছবিতেও থাকছে টাইগার-জোয়ার মারকাটারি অ্যাকশন। অ্যাকশনে বাজিমাত করতে নতুন লুকে তৈরি ছবির ভিলেন ইমরান হাশমিও।

বলিপাড়া সূত্রে জোর খবর, অস্ট্রিয়া, তুরস্কসহ মোট পাঁচটি দেশে সালমন-ক্যাটরিনা ও কলাকুশলীদের নিয়ে ছবির শুটিং সারবেন পরিচালক মণীশ শর্মা। মোট ৪৫ দিন ধরে চলবে বিদেশে ‘টাইগার-থ্রি’র এই শ্যুটিং পর্ব। অবশ্য এর আগেও ‘এক থা টাইগার’ ছবির শুটিং হয়েছিল তুরস্কতে।

শোনা যাচ্ছে, মেগাবাজেট এই ফিল্মের শুটিং সারতে গিয়ে কলাকুশলীরা যাতে করোনা আক্রান্ত না হয়ে পড়েন সেই নিয়ে রীতিমতো চিন্তিত প্রযোজক আদিত্য চোপড়া। করোনা পরিস্থিতিতে উড়োজাহাজে অন্য যাত্রীদের সঙ্গে অভিনেতা-অভিনেত্রী-পরিচালক এবং বাকি কলাকুশলীরা যাতায়াত করুক—এমনটা মোটেও চান না তিনি। তাদের যাতায়াতের জন্য একটি জ্যাম্বো চ্যাটার্ড বিমানের ব্যবস্থা করেছেন যশরাজ ফিল্মসের কর্ণধার।

Link copied!