করোনা প্রতিরোধক ভ্যাকসিন নিলেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকা নেওয়ার তথ্য নিশ্চিত করেন তিনি। সেই সঙ্গে কিছু টিকা নেওয়ার দুটি ছবিও প্রকাশ করেন তিনি।
ছবির ক্যাপশনে ফারুকী সরকারকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “ধন্যবাদ বাংলাদেশ সরকার, টিকা নেওয়ার বয়স তিরিশে নামাইয়া (নামিয়ে) আনার জন্য।”
এদিক সম্প্রতি ফারুকী পরিচালিত ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ প্রকাশ পেয়েছে ভারতীয় প্ল্যাটফর্ম জি-ফাইভে। কর্মক্ষেত্রে নারীদের প্রতি যৌন হয়রানির বিষয় নিয়ে এটি নির্মিত হয়েছে, যা দুই বাংলায় প্রশংসিত হয়েছে।