• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২, ১ জ্বিলকদ ১৪৪৬

করোনায় আক্রান্ত জন সস্ত্রীক ঘরবন্দী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০৩:০৭ পিএম
করোনায় আক্রান্ত জন সস্ত্রীক ঘরবন্দী

বলিউড মাসলম্যান জন আব্রাহাম এবং তার স্ত্রী প্রিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। তিন দিন আগে করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে করোনাভাইরাসে সংক্রমিত হন এই তারকা দম্পতি। বর্তমানে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তারা।

করোনার টিকা নেওয়া রয়েছে জানিয়ে জন নিজের ইনস্টাগ্রামে জানান, “আমাদের দুজনেরই করোনার টিকা নেওয়া আছে। আপাতত সুস্থ আছি আমরা।”

জন আরও জানান, “আমরা করোনা টেস্ট করালে তার ফলাফল পজিটিভ আসে। তারপর থেকেই আমরা ঘরবন্দী হয়েছি। আমরা চাই না আমাদের মাধ্যমে অন্য কেউ করোনায় আক্রান্ত হোক।”

এর আগে সদ্য বিদায়ী ২০২১-এর ডিসেম্বরে জন আব্রাহাম তার জন্মদিন উপলক্ষে ভক্তদের সামনে স্ত্রীর সঙ্গে বেশ কিছু রোমান্টিক ছবি নিয়ে হাজির হয়েছিলেন। এ সময় ছবিতে তাদের বেশ হাসিখুশি দেখা যাচ্ছিল।

এদিকে ভারতে এখন করোনারভাইরাসের তৃতীয় ঢেউ চলছে। তাই সবাইকে বাড়িতে থাকার এবং করোনার বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি বলিউডের বেশ কয়েকজন তারকা মৃণাল ঠাকুর, নোরা ফাতেহি ও শিল্পা সিরোদকার করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন।

Link copied!