বলিউড ছাড়িয়ে এবার তামিল সিনেমায় অভিষেক হচ্ছে সানি লিওনের। শ্রীজিত বিজয়ন পরিচালিত সিনেমাটির নাম—শেরো। এই সিনেমায় আবেদনময়ী অভিনেত্রীর খোলস ছেড়ে ভিন্নরূপে হাজির হচ্ছেন তিনি। ছবিতে তার চরিত্রের ধারণা দিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন পোস্টার।
পোস্টারে অভিনেত্রীকে দেখা যাচ্ছে ক্ষতবিক্ষত অবস্থায় অত্যন্ত রাগান্বিত অবয়বে। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে চোখে। পোস্টারের ক্যাপশনে সানি লিখেছেন, “বেঁচে থাকা আমার প্রতিশোধ, আমার তামিল ভাষার ‘শেরো’ ছবির ফার্স্ট লুক এটি। আপনাদের ছবিটি দেখানোর জন্য আর অপেক্ষা করতে পারলাম না।”
কিছুদিন আগে ‘শেরো’ ছবির শুটিং শেষ করেছেন সানি। তামিল ভাষার পাশাপাশি হিন্দি, তেলেগু, মালায়ালাম, ও কন্নড় ভাষায় এই সিনেমা মুক্তি দেওয়া হবে। তবে কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে তা এখনো ঘোষণা দেওয়া হয়নি।