• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ওয়েব সিনেমায় একসঙ্গে মোনালিসা-বাপ্পী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৪:৩৭ পিএম
ওয়েব সিনেমায় একসঙ্গে মোনালিসা-বাপ্পী

প্রথমবারের মতো জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর নায়িকা হতে যাচ্ছেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা। চলচ্চিত্র নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসের নাম ঠিক না হওয়া ওয়েব ফিল্মে দেখা যাবে তাদেরকে। নির্মাতা ও নায়ক দু’জনেই বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা দীর্ঘদিন ধরে আমেরিকার কুইন্সে স্থায়ীভাবে বসবাস করছেন। ‘ঢালিউড মিউজিক অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ড’-এ অংশ নিতে সম্প্রতি বাপ্পী চৌধুরী ও দেবাশীষ বিশ্বাস আমেরিকায় গিয়েছেন। সেখানে মোনালিসার সাথে তাদের এ বিষয়ে আলাপ হয়। এরপরই আসে নতুন এই ঘোষণা।

এ প্রসঙ্গে পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, “এখানে (যুক্তরাষ্ট্র) এসেই হুট করে পরিকল্পনাটি মাথায় এলো। দেখলাম নায়ক-নায়িকা এখানেই আছেন। সময় নষ্ট না করে কাজ শুরু করে দিই! ছবির নাম এখনো ঠিক করি নি। তবে রোমান্টিক-থ্রিলার ধাঁচের গল্প।”

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বলেন, “দেবাশীষ দাদার পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অভিনয় করেছি। দাদার কাছ থেকে নতুন প্রস্তাব পেয়ে রাজি হয়েছি। আশা করছি, দেশে ফেরার আগেই শুটিং শেষ হবে।”

ওয়েব ফিল্মটির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। শুটিং প্রসঙ্গে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত নায়ক বাপ্পী ও পরিচালক দেবাশীষ বিশ্বাস এই ওয়েব ফিল্মটির কাজ শেষ করেই দেশে ফিরবেন।

কাজী হায়াত পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমায় কাজ করছেন বাপ্পী চৌধুরী। সম্প্রতি শেষ করেছেন আশরাফ শিশিরের পরিচালিত ‘৫৭০’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাসের পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’।

মোনালিসা ২০০০ সালে মিস ফটোজেনিক খেতাব লাভ করেন। তিনি তারকা জরিপে সেরা নারী মডেল হিসেবে দুই বার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। টেলিভিশন নাটকে কিছু কাজ করলেও এখন আমেরিকাতে স্থায়ী বসবাস করছেন তিনি।

Link copied!