• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

ওটিটি নয়, সিনেমা হলেই মুক্তি পাবে ‘সূর্যবংশী’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২১, ০৩:২৪ পিএম
ওটিটি নয়, সিনেমা হলেই মুক্তি পাবে ‘সূর্যবংশী’

করোনা সংক্রমণের জেরে বাধ্য হয়ে ওটিট প্ল্যাটফর্মে ‘সূর্যবংশী’ সিনেমা দেওয়ার পরিকল্পনা করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান। তবে এবার সিদ্ধান্ত বদলাচ্ছে তারা।

ভারতের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো রয়েছে। এই মারণ ভাইরাসের সংক্রমণ কমেছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। শুটিং শুরু হয়েছে নতুন করে। তাই এই মুহূর্তে একাধিক হলমালিক সিনেমা হল খোলার অপেক্ষায় রয়েছেন। দিন কয়েক আগে শোনা যায় যে এই ছবিটি দিওয়ালিতে মুক্তি পাবে। তবে ফিল্মের নির্মাতারা এখন তাদের মত বদলেছেন। তারা চাইছেন শিগগির সম্ভব এই ছবি রিলিজ করা যায়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড ও লকডাউন পরিস্থিতি কিছুটা ঠিক হওয়ার পরেই ‘সূর্যবংশী’ টিম এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা করবে। ছবিতে ক্যামিও রোলে থাকছেন ‘সিংহাম’ অজয় দেবগণ ও ‘সিম্বা’ রণবীর সিং। একটি অ্যাকশন দৃশ্যে অজয় দেবগণ এবং রণবীর সিংকে দেখা যাবে।

দুই তারকার উপস্থিতি কোনো অতিথি চরিত্র নয়। তারা দুজনেই দারুণভাবে এন্ট্রি নিতে চলেছেন। মুম্বইয়ে সন্ত্রাসবাদ বন্ধ করা নিয়েই এই গল্প। সন্ত্রাসবাদী হামলা থেকে শহরকে রক্ষা করার দায়িত্ব পড়েছে মুম্বই অ্যান্টি টেররিজম টিমের দুঁদে অফিসার সূর্যবংশীর ওপর। যে ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। এই কাজে খিলাড়ি কুমারকে সহায়তা করবেন তার দুই সহকর্মী অজয় ও রণবীর।

‘সূর্যবংশী’-তে মোট তিনজন পুলিশ অফিসারকে নিয়ে ছবির ক্লাইম্যাক্স চলবে। অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ, দুজনের ঝুলিতে রয়েছে একাধিক ছবি থাকলেও ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ‘সূর্যবংশী’র জন্য। অক্ষয় ও ক্যাটরিনা এর আগে ‘দে দানা দান’, ‘ওয়েলকাম’ এবং আর বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

Link copied!