• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

এমিতে চমক দেখাল ‘দ্য ক্রাউন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৫:২৭ পিএম
এমিতে চমক দেখাল ‘দ্য ক্রাউন’

ছোটপর্দার সবচেয়ে সম্মানজনক পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের আসর বসেছিল রোববার রাতে। গত বছর ভার্চুয়ালি জাঁকজমকহীনভাবে এমি হলেও এবার লস অ্যাঞ্জেলসে সশরীরেই উপস্থিত ছিলেন তারকারা। বিধি-নিষেধ মেনে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অতিথিদের টিকার প্রমাণপত্রও দেখাতে হয়েছিল।

এবারের ৭৩তম আসরে সবচেয়ে বেশি পুরস্কার জিতে নিয়েছে ব্রিটিশ রাজপরিবারের কাহিনি নিয়ে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ক্রাউন’। সর্বোচ্চ ২৪টি বিভাগে মনোনয়ন পেয়ে এগিয়ে ছিল এই ওয়েব সিরিজটি। মোট ১১টি পুরস্কার জিতে নিয়েছে এটি। এক বছরে ৪৪টি পুরস্কার ঘরে তুলে স্ট্রিমিং সাইট হিসেবে এখন রেকর্ডের মালিক নেটফ্লিক্স।

অ্যাপল টিভি প্লাসের শো ‘টেড লাস্যো’ ১৩টি মনোনয়ন পেয়ে এগিয়ে থাকলেও পুরস্কার পেয়েছে মাত্র চারটি। আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজ, পরিচালনা, চিত্রনাট্য সহ অভিনয়ের চারটি বিভাগে টবিয়াজ মেঞ্জিস, অলিভিয়া কোলম্যান, জোশ ও’কনর এবং গিলিয়ান অ্যান্ডেরসন জিতে নিয়েছেন পুরস্কার।

জ্যাসন সুডেইকিস একটি কমেডি সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। জিন স্মার্ট সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এইচবিও ম্যাক্স সিরিজ ‘হ্যাকস’ এর জন্য। এছাড়াও অভিনয়ের বিভিন্ন শাখায় পুরস্কার জিতেছেন জোশ ও’কনর, অলিভিয়া কোলম্যান, কেট উইন্সলেট এবং ইওয়ান ম্যাকগ্রেগর।

Link copied!