• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

এটা আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়, পরী প্রসঙ্গে চয়নিকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০১:৫১ পিএম
এটা আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়, পরী প্রসঙ্গে চয়নিকা

ঢালিউডে পরীমনির সব থেকে কাছের মানুষ হিসেবে পরিচিত চয়নিকা চৌধুরী। ‘মা’ বলেই চয়নিকা চৌধুরীকে সম্বোধন করেন পরীমনি। মূলত ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় কাজের সুবাদে তাদের মধ্যে এই সম্পর্ক গড়ে ওঠে।

তারপর থেকে পরীর যেকোনো পরিস্থিতিতে সব সময় পাশে থাকতে দেখা গেছে চয়নিকাকে। সবশেষ গত জুন মাসে যখন পরী এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেছিলেন তখন তার পাশে ছায়ার মতো ছিলেন তিনি। এমনকি সংবাদ সম্মেলনেও সরব উপস্থিতি ছিল তার।

কিন্তু বুধবার (৪ আগস্ট) পরীমনির পাশে দেখা যায়নি তাকে। র‌্যাবের অভিযানের আগে প্রায় আধা ঘণ্টা ধরে ফেসবুক লাইভে ছিলেন পরীমনি। ওই সময় তিনি তার বন্ধু-ঘনিষ্ঠদের আসার জন্য অনুরোধ করেন। কিন্তু চয়নিকা চৌধুরী বা তার ঘনিষ্ঠদের কাউকেই দেখা যায়নি।

কেন ছিলেন না পরীমনির পাশে—এমন প্রশ্নের উত্তরে চয়নিকা বলেন, “পরীমনি ছোটবেলায় মা হারিয়েছে। ও আমাকে ‘মম’ বলে ডাকে। আমিও ওকে মেয়ের মতো স্নেহ করি। কাল ওর পাশে থাকতে না পেরে খারাপ লাগছে। আপনারা যেমন টিভিতে, লাইভে দেখেছেন। আমিও দেখেছি।”

May be an image of 2 people

এই দুঃসময়ে পরীর পাশে দাঁড়াতে চান কি-না জানতে চাইলে তিনি বলেন, “মেয়ের পাশে তো দাঁড়াতেই চাই। তবে এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। তারা যা ভালো বুঝবে তাই করবে।”

পরীমনির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব। পরে তাকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

Link copied!